Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুন ২০২১

ব্যবস্থাপনা পরিচালক

 

জনাব এ এইচ এম আবদুল্লাহ

ব্যবস্থাপনা পরিচালক 

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)

ব্যবস্থাপনা পরিচালকের সংক্ষিপ্ত পরিচিতি

 

 

            জনাব এ এইচ এম আবদুল্লাহ্ বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮২ নিয়মিত ব্যাচের একজন সদস্য হিসাবে ১৯৮৩ সালে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রায় ৩১ বছর দায়িত্ব পালন করেছেন।

 

          চাকুরীজীবনের প্রথম দিকে তিনি ১০ টি মন্ত্রণালয়ের তথ্য, গণ-যোগাযোগ ও উন্নয়ন কার্যক্রমের প্রচারণার দায়িত্ব সফলভাবে পালন করেন। তথ্য অধিদপ্তর, গণ-যোগাযোগ অধিদপ্তর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে কর্মকালে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে লিঁয়াজো রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্বসমুহ পালন করেছেন। এ সময় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতমানের সরকারি প্রকাশনা সম্পাদনা করেন। তিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্য্ন্ত দীর্ঘ পাঁচ বছর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহকারী প্রেস সচিব ও উপ-প্রেস সচিব পদে দায়িত্ব পালন করেছেন।

 

          তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাবাকো-র বিশেষজ্ঞ ও উপ-সচিব পদে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (উন্নয়ন) পদে, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক (পরিকল্পনা) ও সিডিএমপি প্রকল্পের কম্পোনেন্ট ম্যানেজার পদে এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন) ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) পদে দায়িত্ব পালন করেন। দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়নে এসময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে ৩৬টি উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। প্রায় দীর্ঘ ৫ বছর এসব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে তিনি বিশেষ অবদান রাখেন। পেশাগত দায়িত্ব পালনে এবং বিভিন্ন আন্তজার্তিক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য তিনি ২২/২৩টি দেশ সফর করেছেন। দেশেও তিনি পরিকল্পনা, উন্নয়ন, দুর্যোগ এবং তথ্য, গণযোগাযোগ ও মিডিয়া সংক্রান্ত বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

 

          দারিদ্র্য বিমোচন, পল্লী উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন তদারকি ও মনিটরিং-এর ক্ষেত্রে তিনি বিশেষায়িত জ্ঞানের অধিকারী। এছাড়া উন্নয়ন প্রচারণা, মৌলিক ও পেশাগত লেখালেখির ক্ষেত্রে বিশেষ দক্ষতাসহ প্রেস ও মিডিয়ার সংগে রয়েছে তাঁর সুসম্পর্ক।

 

          সরকারি চাকুরী থেকে অবসরের পর তিনি দু’বছরের চুক্তিভিক্তিক নিয়োগে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক পদে বর্তমানে নিয়োজিত আছেন। Share with :

Facebook Facebook